গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালিয়া ও চৌডলা ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন ফরমের ভুল সংশোধনের নামে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মোটা অংকের উৎকোচ গ্রহন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘূষের টাকা দিতে অস্বীকার করলে বাছাইকালে প্রার্থীদের মনোনয়ন ফরম বাতিলসহ নানা হুমকি দিয়েছেন তিনি বলে একাধিক সূত্রে জানা যায়। প্রার্থীরা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঘূষ দেয়ার কথা মুঠোফোনে স্বীকার করেছেন। ফরম বাতিলসহ নির্বাচনে ক্ষতির আশঙ্কায় এ সকল প্রার্থীরা নাম প্রকাশ করতে সাহস পাচ্ছে না।
জানা যায়, মনোনয়ন ফরমের ভুল সংশোধনের জন্য সমাজসেবা অফিসে প্রার্থীদের মুঠোফোনে ডেকে নেন। ফরমে ভুল হয়েছে মর্মে সংশোধনের জন্য মোটা অংকের উৎকোচ দাবী করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অভিযোগ করে বলেন, ফরমের ভূল সংশোধনের নামে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘূষ নিয়েছেন রিটার্নিং অফিসার ও সমাজসেবা অফিসার নুরুল ইসলাম । যারা ঘূষের টাকা দিতে অস্বীকার করেছে তাদের মনোনয়ন ফরম বাতিলসহ পরবর্তীতে সমস্যা হবে বলে হুমকি প্রদান করা হয়।
তারা আরো বলেন, তাদের এহেন কর্মকান্ডের জন্য কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম সংশোধনের নামে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, প্রার্থীদের ডেকে এনে এমন কর্মকান্ড করার কোন সুযোগ নেয়। তিনি আরও বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..