প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৪:১৯ পি.এম
গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
শাহিন আলম,গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত, হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নজির, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মঙ্গলবার সকালে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ।
অন্যদিকে রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy