
শাহিনআলম, গোমস্তাপুরপ্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক পান করে ফরহাদ আলী ফরু (৬০) এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলাল পুর আনসার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরু ওই গ্রামের মৃত আমজাদ আলির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফরু দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। এ থেকেই গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে থাকা জমিতে প্রয়োগ করা কীটনাশক পান করে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় তার।
পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে গোমস্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। গোমস্তাপুর থানার তদন্ত অফিসার সেলিম রেজা বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন এ বিষয় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply