গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে কারাদন্ড ও আয়োডিন ছাড়া লবন বিক্রির দায়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বাজার তদারকির সময় আয়োডিন ছাড়া লবন বিক্রির দায়ে লবন বিক্রেতা ওবায়দুল ইসলাম মন্টু ও তাবারক হোসেনকে ২ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে চলায় কাপড় ব্যবসায়ী সাইদুল ইসলামকে ১হাজার টাকা অর্থদন্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে আটক ৭ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শাহরিয়ার নজির বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন , উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের মৃত নাজির হোসেনর ছেলে গাঁজা বিক্রেতা আবু কালাম (৫০),নুরুল হকের ছেলে মাদক সেবনকারী রিপন আলী (৩০),ছোটদাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাদকসেবনকারী তুহিন (২৬),
রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের খোস মোহাম্মদের ছেলে উমর আলী (৩০) কে ৩মাস করে এবং গোমস্তাপুরের জাহিদনগর গ্রামের এনামুল হকের ছেলে মাদক বিক্রেতা সামিউল (৩২),পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মাদকসেবন ও বহনকারী তরিকুল (৫০),রহনপুর কেডিসিপাড়ার খোশালের ছেলে গাঁজা সেবনকারী রাকিব (৩৮) কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply