প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ২:২০ এ.এম
গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে মাহফুজুর রহমান (বাপ্পি) (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের মহানন্দা নদীর শ্বশানঘাট এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
বাপ্পি রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহনপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মউনউদ্দিনের ছেলে। সে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র ছিল। মৃত বাপ্পির মামা ফরহাদ আলী জানান, শনিবার দুপুর প্রায় ২টার দিকে আত্মীয়দের সাথে মহানন্দা নদীর শ্বশানঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুজি করে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। গত বছর মামার বাড়ি গোমস্তাপুরের বাজারপাড়া গ্রামে পড়ালেখার করার জন্য থাকত বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, পিতা-মাতা ও মামার কোন প্রকার অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy