শাহিন আলম, গোমস্তাপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে প্রতিটি কাঁচা বাজার ও পাইকারি বাজার খোলা জায়গায় বসানোর নির্দেশনা থাকলেও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বসেছে সাপ্তাহিক হাট।
সোমবার সকাল থেকে হাটে ছিল উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা-বিক্রেতা কেউ। নির্দেশনা উপেক্ষা করে হাট বসানো এবং জনসমাগম সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মানুষ।
সোমবার সকালে ৯টা সরেজমিনে গিয়ে দেখা যায়, রহনপুর পুরাতন বাজারে প্রতি সপ্তাহের মতো হাট বসেছে। শাক-সবজি, হলুদ-মরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কোনো নিয়ম না মেনে একসাথে বসেছে দোকানীরা।
আর সব কিছু এক জায়গায় পেয়ে জনস্রোত যেন দ্বিগুণ হয়ে গেছে। এদিকে দুপুর পর্যন্ত একটি খাবার হোটেল ও এক পথচারিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।