শাহিন আলম গোমস্তাপুর থেকেঃ
১৮ ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে
সোমবার সকালে গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জন্মদিন উপলক্ষে কেক কর্তন, চিত্র অংকন, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সহ সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জেম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার রবিউল ইসলাম, সাদিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর উপজেলা শাখার মুনসুর আলী, তাহেরা খাতুন শিল্পী, লুৎফর রহমান প্রমুখ। শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথীরা।