প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২১, ৮:৪২ পি.এম
গোমস্তাপুরে ৫টি বাড়ি আগুনে ভস্মীভূত
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরে ৫টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া পলাশবোনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দর সহযাোগীতা গোমস্তাপুর ও ভোলাহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘটা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থাণীয়রা জানায় , সোমবার রাত ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া পলাশবোনা গ্রামে হটাৎ আগুনর সূত্রপাত হয়। পরক্ষণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে গোমস্তাপুর ও ভোলাহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়¿ণ আন। এ ঘটনায় ওই গ্রামের ৫ টি বাড়ি ও ৩ টি গরু ভস্মীভূত হয়ছ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy