আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
বসত ঘরের মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো চোলাই মদের এক বিশাল স্তুপ।
যেখানে সারিবদ্ধ করে রাখা ছিল ৩৬টি বস্তায় ভরে ৭২০ লিটার চোলাই মদ।
শুক্রবার(১১ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে এসব মদ উদ্ধার হয় উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রাম থেকে।
এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীমা আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের মূলহোতা কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শামীমা আক্তারকে আটক করে তার দেওয়া তথ্যমতে বসতভিটার মাটি খনন করা হয়। সেখানে মাটির নিচে সারিবদ্ধ করে রাখা ৩৬ বস্তা চোলাই মদ পাওয়া যায়। প্রতিটি বস্তা থেকে ২০ লিটার করে মোট ৭২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ওই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy