ডেস্কঃ
নাটোরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে। সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের কর্মকর্তারা। এমনকি বর্তমানে সেখানে পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, সংসদ সদস্য রত্না আহমেদ ঢাকায় অবস্থান করায় তার বাসায় কেউ ছিল না। বাড়ির কাজের লোকজন গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি চলে যায়। আজ সকালে তারা কাজে এসে বাড়ির দারোয়ানের রুমে জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখে। এরপর দোতলায় গিয়ে এমপির রুমে গ্রীল কাটা দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় রুমের কয়েকটি ওয়্যারড্রপের ড্রয়ার খোলা দেখা গেছে। বটি ও রড দিয়ে আলমারিসহ বিভিন্ন ড্রয়ার খোলা হয়েছে এবং ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার ও কারণ উদঘাটন করা হবে। এ ব্যাপারে সাংসদ রত্না আহমেদ বলেন, ‘সংসদ অধিবেশন চলায় তিনি ঢাকায় অবস্থান করছেন। ফিরে বিস্তারিত বলতে পারবেন। তবে বাড়িতে তার কিছু নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।