রফিকুল ইসলাম প্রতিনিধি ঃ
যশোরের শার্শায় পরকীয়ার জেরে মনিরুজ্জামান নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিথি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শার্শার কাজিরবেড় গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার মনিরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে।
আটক নারী ঝিনাইদহের পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি শার্শার কাজিরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন।
ভাড়া বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ মানুষ পোড়ার গন্ধ পেয়ে বাড়ির নিচতলায় ছুটে যান। এ সময় তিনি মোটরসাইকেলের নিচে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে নিচতলার ভাড়াটিয়া বিথিকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চান। বিথি বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানালে সিরাজুল চাপ প্রয়োগ করতে থাকেন।
একপর্যায়ে ওই নারী স্বীকার করেন, ওই যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। নানাভাবে সে তার সঙ্গে প্রতারণা করেছে। এতে প্রতিশোধ নিতে স্বামীর অনুপস্থিতিতে বাসায় ডেকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ঘরের বারান্দায় থাকা মোটরসাইকেলে চাপা দিয়ে আগুন লাগিয়ে হত্যা নিশ্চিত করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিথিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। সাইদুর রহমানের স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নিহত লোকটির প্রেমের সম্পর্ক ছিল।
যশোরের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে বলা যায় পরকীয়া সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিস্তারিত তদন্ত শেষে প্রকাশ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy