ঘরে বসে টিকানেয়ায় হাসান ও মোবারক একদিন করে রিমান্ডে
ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসাইন মে, আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর হয়।
নগরীর খুলশী থানার জাকির হোসেন লেন এলাকায় ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় মোহাম্মদ হাসান ও মোবারক আলীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ৮ আগস্ট এমডি হাসান তার ফেসবুক আইডিতে বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট দিয়ে লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ, মডার্নার ১ম ডোজ সম্পন্ন।
বিষয়টি মহানগর নিউজকে নিশ্চিত করে খুলশী থানার ওসি শাহিনুজ্জামান বলেন, আমরা দুইজনের ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এই ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন টিকা কর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করে এবং তদন্ত কমিটি গঠন করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি ছড়িয়ে পড়লে প্রশাসন নড়েচড়ে বসে। প্রথমে হাসানকে এবং তার দেওয়া তথ্যে মোবারক আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy