নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ মে) ভোর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
দন্ডপ্রাপ্তরা হলো-একই উপজেলার আলমগীর হোসেন,আরা উদ্দিন, মনিরুজ্জামান মিন্টু,সোহেল রানা,আলম হোসেন এবং উজ্জল চৌধুরী।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রথমে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।