প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ১০:০৩ পি.এম
ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫ই আগষ্ট)সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দিনব্যাপি কমসূচির মধ্যে ছিল উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন, দোয়া মাহফিল এবং অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আতাউর রহমান খান এমপি,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রমূখ।
আলোচনা শেষে, স্থানীয় সংসদ সদস্য দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy