প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২০, ২:৪৩ পি.এম
ঘাটাইলে চার চোখ,দুই মুখ ও দুই নাক বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্মের এক ঘন্টা পরেই মৃত্
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার চোখ,দুই মুখ, দুই নাক নিয়ে জম্ম গ্রহণ করেছেন এক শিশু।
এক মাথাতেই দুই মুখ ও দুই নাক বিশিষ্ট এই কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ।সে গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্বপ্নার বাবার বাড়ি ভূযাপুর উপজেলার পাচ তেইল্লা গ্রামে বলে জানা গেছে।
উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে আজ রবিবার(১৩ সেপ্টেম্বর)বিকাল ৫টায় শিশুটি জন্ম গ্রহন করে বলে ক্লিনিক সূত্রে জানা যায়।
ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, দেড় বছর আগের তাদের বিয়ে হয়। আজ রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে ভর্তি করান। বিকাল ৫টায় তার অপারেশন করানো হয়। অপারেশন করান ডাঃ মোঃ ইসহাক আলী। এ সময় এক মাথা দুই মুখ চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেয় গৃহবধূ। জন্ম দেয়ার এক ঘন্টা পরেই শিশুটি মারা যায়।
খবর পেয়ে মুহুর্তের মধ্যে শিশুটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় ক্লিনিকটিতে।
পরে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy