প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২০, ১২:৫৫ এ.এম
ঘাটাইলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বিজয় দিবসের শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের চার নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জোড়দিঘীর সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী বাজারে এ প্রতিবাদ মিছিল ,সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার জনগণ সম্মিলিত ভাবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।এলাকার সকল শ্রেনী ও পেশার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে হাজার হাজার জনতা সমবেত হয়।
মিছিলটি জোড়দিঘী ছাকেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জোড়দিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান উৎসুক জনতা।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মিয়ার আহবানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, সাগরদিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম মাস্টার, জোড়দিঘী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন আহমেদ, সাগরদিঘী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দীন, মিন্টু মিয়া এবং সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহসিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও হামলার শিকার হওয়া ব্যাক্তিদের পরিবারের সদস্যবৃন্দ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত বুধবার(১৬ই ডিসেম্বর)বিকালে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানের নেতৃত্বে আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে, জোড়দিঘী নামক স্থানে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।এতে মাথায় আঘাত জনিত কারণে তারা রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়।
হামলায় আহতরা হলেন, জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণব বর্মন (১৭) মিজানুর রহমানের ছেলে মামুন(১৮) কিনু মিয়ার ছেলে হাবিবুর(১৮) জগদিশ বর্মনের ছেলে আকাশ বর্মন(১৭)।আহতরা বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকছুদুল আলম এর সাথে কথা বললে তিনি জানান, তারা এবিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাননি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy