প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২০, ৯:০৭ এ.এম
ঘাটাইলে জেলা যুবলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে জেলা যুবলীগ নেতা রফিকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৫ই সেপ্টেম্বর ২০২০)টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ কৃর্তক আয়োজিত টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মানিত সদস্য,ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক'র বিরোদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সভাপতি কনক-কবিরের সভাপতিত্বে এবং দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ফরহাদ হোসেন সিকদারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান,
সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আরিফ হোসেন।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক শিক্ষক নেতা রফিকুল ইসলাম রফিক মাস্টার,ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ সিকদার,সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহসিন সোহাগ,রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এন খান রানা,ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতাউল গনি ওসমান।
বক্তারা অতনিবিলম্বে জেলা যুবলীগ নেতা রফিকের নিঃশর্ত মুক্তি দাবী করেন।অন্যথায় কঠোর থেকে কঠোর কর্মসূচির ডাক দিবেন।বক্তারা বলেন,১/১১ সময়ে রাজপথের মুজিব আদর্শের সৈনিক রফিক। ২০০১ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধারা বারবার নির্যাতিত হন তিনি।দলের দুঃসময়ে রাজপথের এই লড়াকু সৈনিক রফিকের দ্রুত মুক্তি চান তৃনমূলের নেতা কর্মীরা।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা উৎসর্গ ফাউন্ডেশন'র সভাপতি ডাঃ শুকুর মাহমুদ,নব-নবীন ক্লাবের সভাপতি আল-আমিন,টাঙ্গাইল জেলা আওয়ী নবীনলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সৈকত,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা কাজী এনামুল,লক্ষিনন্দন ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাউসার চৌধুরী,সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিক,এনবি রনি,ফারুক,রসুলপুর ইউনিয়ন নবীনলীগের সভাপতি জহিরুল ইসলাম রুবেল,ছাত্রলীগনেতা আরিফুল ইসলাম,কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফরিদ,জাকির,সিফাত প্রমুখ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy