ঘাটাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter share
টাঙ্গাইলের
ঘাটাইল উপজেলার বাসাবাইদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের বিরুদ্ধে বিদ্যালয় মাঠের পাশে লাগানো ২লক্ষ টাকা মূল্যের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসি সুত্রে জানা যায়,
Surjodoy.com
বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক বিধি বর্হিভূত ভাবে গত ২৯ মে পরিচালনা পরিষদের একটি রেজুলেশন এর সিদ্ধান্ত মোতাবেক গত ৩ জুন গাছগুলো কর্তন করেন। এ বিষয়ে স্থানীয় ইউ.পি সদস্য নুরুল ইসলাম গত ৬ জুন এর প্রতিকার চেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন।
The Daily surjodoy
ঐ আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মহোদয়কে দায়ি ব্যক্তি বর্গের বিরুদ্ধে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করলেও ১৮ জুন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ করেননি।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,
The Daily surjodoy
একটু দেরি হয়ে গেছে আমি অতি সত্তর ব্যবস্থা নেব।বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম মোজাম্মেল হক বলেন,সরকারি বরাদ্ধের একটি টিনসেট ভবন নির্মানের জন্য দশ লক্ষ টাকার বাজেট এসেছে।সে ভবন নির্মানের জন্য যে জায়গা টুকু প্রয়োজন শুধু ঐ জায়গার কয়েকটি গাছ কেঁটেছি। বিক্রি করি নাই। তবে কতৃপক্ষের বিনা অনুমতিতে গাছ কাটা অন্যায় হয়েছে। পরিচালনা পরিষদের সভাপতি নুরুল ইসলাম নান্নু বলেন,নিয়ম মতো রেজুলেশন করেই গাছ কেঁটেছি।
The Daily surjodoy
এবিষয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান,বিদ্যালয়ের স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন হলেও সভাপতি ও প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়টিকে পরিবার কেন্দ্রিক ভাবে পরিচালনা করে আসছেন।কমিটি গঠনের ক্ষেত্রেও তারা যোগ্য ব্যক্তিদের না নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের সুযোগ দিয়ে থাকেন।
The Daily surjodoy
নিজের অসহায়ত্ব প্রকাশ করে ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি।একজন জনপ্রতিনিধি হিসাবে আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম দূর্নীতি কিছুতেই হতে দিতে পারিনা।বিষয়টি ইউএনও মহোদয় কে জানালে তার পরামর্শেই লিখিত অভিযোগ দেই।
The Daily surjodoy
কিন্তু অভিযোগ দিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশ,সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে।সামাজিক ভাবেও আমাকে তারা কোনঠাসা করে রেখেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy