শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এক ব্যাবসায়ীর বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলার ঘাটাইল ইউনিয়নের রৌহা গ্রামে ব্যবসায়ী হযরত আলী খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্থ হযরত আলী খান জানান,বাড়ীতে আগুন লাগার সময় আছরের নামাজ পড়তে মসজিদে ছিলাম। মসজিদ থেকে বের হয়ে প্রতিবেশীদের চিৎকারে দৌড়ে বাড়ীতে গিয়ে দেখি আগুন লেগেছে।
চোখের সামনেই আমার মাথা গোজার ঠাইটুকু পুড়ে শেষ হয়ে গেল।অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন,আকস্মিক আগুন লাগার ঘটনার সময় আমার ছেলে ও মেয়ে বাড়ীতে থাকলেও তারা প্রাথমিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ীতে এসে উপস্থিত হওয়ার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ততক্ষণে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।বসতঘরের ভিতরে থাকা ধান,পাট,গুরুত্বপূর্ণ দলিলপত্র, কাঁথা-কাপড়সহ জরুরী আসবাবপত্রের কোনকিছুই আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয় নাই।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের।