প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ১১:৩৬ পি.এম
ঘাটাইলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আজ ১১ সেপ্টেম্বর শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। করোনা সংক্রমণের কারনে প্রায় দেড় বছর বন্ধ ছিল। গত কাল রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। সকল প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা এই অভিযানে অংশ নেয়।
আজ শনিবার সকাল এগারটায় উপজেলার সাধুটি নজিবউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন। উপজেলার ১৭১টি প্রাথমিক, ৬০টি মাধ্যমিক, ৩২টি মাদ্রাসা ও ৭টি কলেজেসহ সকল কিন্ডারগার্টেন সমুহে একযোগে এই অভিযান চলে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা ইউনিফরম পরে এই অভিযানে অংশ নেয়। তাদের সাথে প্রতিষ্ঠানের শিক্ষকরাও যোগ দেন।
বাংলাদেশ স্কাউটস ঘাটাইল উপজেলা শাখার সম্পাদক রোজী সিদ্দিকা জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান কার্যকর ভুমিকা রাখবে।হেলনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক তালুকদার বলেন, কাব ও স্কাউট দলের সাথে বিদ্যালয়ের শিক্ষকরাও অভিযানে অংশ নিয়েছে। করোনা সংক্রমণের কারনে প্রায় দেড় বছর
বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয় খোলে দেয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও খুশি। অভিযানে অংশ নিয়ে বে-সরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি স্কুলের কাব সদস্য কাজী সেরাজুল হক বলেন, নিজের স্কুলের
আঙ্গিনা নিজে পরিস্কার করতে পেরে খুবই ভাল লাগছে। সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি ঘোষনার পর থেকেই শিক্ষার্থীরা উচ্ছসিত। তারা আনন্দের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy