ঘাটাইলে সিকদার ক্যাডেট একাডেমীকে জরিমানা
শহিদুল ইসলাম সোহেলঃ
সারাদেশে চলমান কঠোর লকডাউনেও টাঙ্গাইলের
ঘাটাইল পৌরসভার ঝড়কা জয়নাবাড়ি এলাকায় একটি কোচিং সেন্টার
খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালত ঐ কোচিং
সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ও কোচিং সেন্টারটি বন্ধ করে
দেন । জরিমানা অনাদায়ে মালিককে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা
হয়।
বুধবার (৭ জুলাই)সিকদার ক্যাডেট একাডেমি নামের ঐ কোচিং সেন্টারকে ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি
কমিশনার (ভুমি) ফারজানা ইয়াসমিন।
জানা যায়,ঘাটাইল পৌসভা এলাকায় সরকারি বিধি নিষেধ অমান্য করে
‘সিকদার ক্যাডেট একাডেমী’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা
রেখে শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান
পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) ফারজানা
ইয়সিমিন। এ সময় প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করলে অভিযোগের সত্যতা
মিলে।