প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ২:৪১ এ.এম
ঘাটাইলে ৩৫০ বোতল ফেনসিডিল’সহ একজনকে আটক করেছে র্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সিপিসি-৩।
২৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দড়ি চৈথট্র এলাকা থেকে তাকে আটক করা হয়।এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড জব্দ করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ছানোয়ার হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশ থেকে প্রাইভেটকারসহ দেলোয়ার হোসেনকে আটক করে।এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দেলোয়ার প্রাইভেটকার দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয় করে টাঙ্গাইলের ঘাটাইলসহ আশপাশের উপজেলায় সরবরাহ করে আসছে। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তা মাদকসেবীদের কাছে ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy