
ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মোহাম্মদ কামাল হোসেন (আজকের পত্রিকা) সভাপতি এবং মো. মাসুম মিয়া (সমকাল) সাধারণ সম্পাদকসহ সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার সকালে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন। সভায় ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনানুল হক টাংগাইল প্রেস ক্লাবের দপ্তর দম্পাদক অরণ্য ইমতিয়াজ,সাংবাদিক সাজ্জাদ রহমান,আব্দুল্লাহ আল-মাসুদ, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ কামাল হোসেন (আজকের পত্রিকা) সভাপতি এবং মো. মাসুম মিয়া (সমকাল) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল), আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ম সম্পাদক বিষ্ণু প্রিয় দ্বীপ, (দৈনিক ভোরের পাতা), এবিএম আতিকুর রহমান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (ঢাকা টাইমস ও মজলুমের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা (প্রতিদিনের সংবাদ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. নজরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), মো. নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)। ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply