আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঘুমন্ত বাবাকে কুপিয়ে মারল ছেলে
সাভারের আশুলিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দায়ের আঘাতে মারা গেছেন বাবা নুরু মন্ডল। মঙ্গলবার ভোরে আশুলিয়ায় কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরু মন্ডল কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ অক্টোবর) রাতে নুরু মন্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ছেলে আফাজ উদ্দিন।
আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতে খুন হয়েছেন বাবা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ ছেলেকেও আটকের চেষ্টা চলছে।