খাবার ডেলিভারি করতে দেরি করার প্রতিবাদ করায় এক মহিলার নাক ফাটিয়ে দিয়েছেন ডেলিভারি ম্যান। ভারতের ব্যাঙ্গালরুতে এমনই ঘটনা ঘটেছে। খাবার ডেলিভারি সংস্থা জোমাটোর এক কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। বুধবার (৯ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, হিতেশা চন্দ্রানী নামের এক কনটেন্ট ক্রিয়েটার ও মেকআপ আর্টিস্ট খাবার অর্ডার করেন বিকেল ৩টায়। ডেলিভারি বয় খাবার নিয়ে আসেন ঘণ্টাখানেক পর। এর মধ্যেই ঝামেলা বেধে যায়। ওই মহিলা জোমাটো কাস্টমার কেয়ারে খাবার আসতে দেরি হওয়ায় অভিযোগ করেন। এরপরই ডেলিভারি বয় হাজির হয়। দুজনের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। মহিলার অভিযোগ, ছেলেটি একপর্যায় মহিলাকে চূড়ান্ত গালিগালাজ কর। কোনও একসময় মহিলার ওপর চড়াও হয়। যার ফলে শেষ পর্যন্ত এক ঘুষিতে নাকই ফাটিয়ে দেন মহিলার।
এদিকে ডেলিভারি বয়’র দাবি, তার দেরিতে আসায় মহিলা কেবল তাকে গালিগালাজই করেননি, জুতাপেটাও করেছেন। যে কারণে আত্মরক্ষার্থে ওই মহিলাকে আঘাত করতে বাধ্য হন তিনি। এদিকে ওই মহিলা পাল্টা অভিযোগের মাঝে নিজের রক্তমাখা ফাটা নাকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা কিনা এখন আলোচনার তুঙ্গে। সর্বশেষ জানা গেছে উভয়ই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনায় জোমাটো জানিয়েছে, ‘আমরা কীভাবে ক্ষমা চাইব বুঝতে পারছি না। ঘটনায় আমরা খুবই দুঃখিত। আমাদের খাবার ডেলিভারি ব্যবস্থা এতটাও খারাপ নয়। স্থানীয় পুলিশে জানানো হয়েছে। অপরাধী শাস্তি পাবেন। ওই নারীর চিকিৎসার জন্য যা যা সহযোগিতার প্রয়োজন জোমাটো তা করতে প্রস্তুত।’
সূত্র : আজকাল
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy