মোঃ কামাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা ১নং ওয়ার্ডের সাকিনস্ত এলাকা থেকে সাহাব উদ্দিন (৪৫) নামের এক পরোয়ানাভুক্ত অস্ত্রধারী আসামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ধৃত আসামী সাহাব উদ্দিন (৪৫)কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে উপস্থিত স্বাক্ষীদের সামনে তারই শয়নকক্ষের তোষকের নিচ থেকে ২টি দেশীয় তৈরি (এলজি) বন্ধুক, ৩ রাউন্ড কার্তুজ ও খাটের নিচ থেকে ৩টি কিরিচ ও ২টি দা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ এসল্ট, মারামারির মামলা সহ মোট দশটি মামলা রয়েছে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy