শনিবার রাতে বদরখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন শাওন।
তিনি জানান, সোহায়েত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক সোর্স কাজ করেছে। শনিবার সন্ধ্যায় সোহায়েত বদরখালী বাজারে ঘোরাঘুরি করছেন- এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআই শাওন আরো জানান, গ্রেফতার সোহায়েত এ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy