চটগ্রামের আকবর শাহ এলার চুরি হওয়া মোটরসাইকেল সন্দীপ এ উদ্ধার
ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
নগরীর আকবরশাহ এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল জিপিআরএস (গ্রাফিক্যালি পজিশন সিস্টেম) দ্বারা অবস্থান শনাক্ত করে সন্দ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) বিকালে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য মো. বাবরের (৩৮) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে আকবরশাহ থানায় নিয়ে আসা হয়। কিন্তু বাবর পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। বাবর সন্দ্বীপ থানার গাছুয়া ইউনিয়নের চুম হাজির বাড়ির আব্দুল বাতেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট চন্দন কুমার দে তার মোটরসাইকেলটি মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের গেটের সামনে রেখে যান। সেখান থেকে বাবর তার মোটরসাইকেলটি চুরি করে সন্দ্বীপে নিয়ে যায়। কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি। মোটরসাইকেলটিতে জিপিআরএস ডিভাইস সংযুক্ত থাকায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এর অবস্থান শনাক্ত করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন দৈনিক সূর্যোদয় কে জানান, মোটর সাইকেল চুরির মামলাটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। মোটরসাইকেলের মালিক তার বাইকে জিপিআরএস লাগিয়ে রাখেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিল পে না করায় তা বন্ধ ছিল। পরে বকেয়া বিল পরিশোধ করা হলে জিপিআরএস সচল হয়। এরপর লোকেশন ট্র্যাক করে সন্দ্বীপ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চোর বাবরের বিরুদ্ধে নগরীর একাধিক থানায় চুরির মামলা রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply