নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন চ্যানেল অপরুপ টিভির চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি সাংবাদিক জিন্নাত আলীর মাতা জাহানারা বেগম আর নেই। আজ ২৩ মার্চ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) ।
এই খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ৩য় সন্তান সাংবাদিক জিন্নাত আলী।
চট্টগ্রামের পাহাড়তলী সরাইপাড়া আশরাফ আলী রোড় ভোলা জমিদারের বাড়ির মৃত রিয়াজত আলী (ভোলা) স্ত্রী জাহানারা বেগম
দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।
অপরুপ টিভির চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি সাংবাদিক জিন্নাত আলীর মাতার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি, চট্টগ্রামের সাংবাদিক মহল, রাজনীতিবিদ, সংগঠক ও নানা শ্রেণীর মানুষ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy