আইমন শাহরিয়ার, পটিয়াঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন ভেল্লাপাড়া ব্রিজের রেলিংয়ের পুর্ব পাশ থেকে ফেরদৌস আলম (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফেরদৌস আলম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীপাড়ার জনৈক আবুল হোসেনের ছেলে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ফেরদৌস সাগরে মাছ ধরার ফিশিং ট্রলারে চাকরি করতো। কিছুদিন আগে সে পরিবারের অমতে বাচ্চাসহ এক গৃহবধূকে বিয়ে করে। এ নিয়ে তার সাথে পরিবারের বিরোধ ছিল। পরিবার কোনভাবেই তাদের বিয়েটি মেনে নেয়নি। গত ২০ মে ট্রলার থেকে ছুটিতে বাড়িতে আসলে বউকে ঘরে তোলা নিয়ে তার সঙ্গে বাবা-মায়ের মনোমালিন্য হয়। তারিই জের ধরে হয়তো সে আত্মহত্যা করতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য যে, ভেল্লাপাড়া ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি স্থানীয় পথচারীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
পটিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরন করি। পারিবারিক কলহের জেরে এহেন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy