চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান আজ (১৫/০৩/২৩) সকালে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
অনলাইনে সংযুক্ত হয়ে মাননীয় উপমন্ত্রী মহোদয় তার বক্তব্যে দেশ ও জনগণের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন দেশের প্রত্যেকটি খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। তাদের প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার উপর আরোও বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে তারা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারবে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি বাকলিয়াতে প্রথম মেয়েদের জন্য খেলার মাঠ নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। এ সময় সদর প্রশিক্ষণ কেন্দ্রের ৭টি ট্রেড এর মোট ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্নসচিব জনাব প্রভাষ চন্দ্র রায়, উদ্বোধক হিসেবে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব চেমন আরা তৈয়ব, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy