হাসান সৈকত
চট্টগ্রাম সিজিএস কলোনিতে ২০ তলা বিশিষ্ট ৯ টি ভবনের কাজ শতভাগ শেষ এখন উদ্বোধনের অপেক্ষায়, ৪০ উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের কাজ শেষ পর্যায়ে। এছাড়াও রাঙ্গামাটি, লক্ষীপুর ও বান্দরবান জেলার সদর হাসপাতালকে ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজও শেষের পথে।
বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় গণপূর্ত জোন চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করা হয়।
গণপূর্ত অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম সিজিএস কলোনিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২০ তলা বিশিষ্ট ৯ টি ভবনের কাজের অগ্রগতি শতভাগ শেষ এবং অক্টোবরের শেষে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ৯টি ভবনে মোট ৬৮৪টি ফ্ল্যাট রয়েছে, যা চট্টগ্রামে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন নিশ্চিত করবে।
সভায় প্রকল্পসমূহের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি গুনগত মান ভালো হচ্ছে কিনা তা নিয়মিত পর্যাবেক্ষণ করতে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।এসময় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়।
উল্লেখ্য যে, ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের কাজের অগ্রগতি ৭৭ শতাংশ। রাঙ্গামাটি, লক্ষীপুর ও বান্দরবান জেলার সদর হাসপাতালকে ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি যথাক্রমে ৯৪, ৭৮ ও ৮৪ শতাংশ। চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজের অগ্রগতি ৮৯ শতাংশ। চট্টগ্রামের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ১১৫ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ৬১ শতাংশ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।