রক্সি সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং মোটরসাইকেল চালক আহত হয়েছে।
আজ দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া পল্লী বিদ্যুত সমিতির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত যুবক শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। নিহত যুবক চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী বল জানা যায়।এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ তারেক (২৪)। উপজেলার বেসরকারি সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
খবর পাওয়ার সাথে সাথে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে হাসপাতালে প্রেরণ করেন।লোহাগাড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..