1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চট্টগ্রামের ১৬ আসনের পাঁচটিতে বাজিমাত  করলেন সাবেক পাঁচ হেভিওয়েট আওয়ামী লীগ নেতার চার পুত্র এক কন্যা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

চট্টগ্রামের ১৬ আসনের পাঁচটিতে বাজিমাত  করলেন সাবেক পাঁচ হেভিওয়েট আওয়ামী লীগ নেতার চার পুত্র এক কন্যা

  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪৯ পিএম
  • ১৪৪ বার পঠিত
  • শাহাদাত হোসাইন

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের পাঁচটিতে বাজিমাত  করলেন সাবেক পাঁচ হেভিওয়েট আওয়ামী লীগ নেতার চার পুত্র এক কন্যা। এদের মধ্যে   মুক্তিযোদ্ধা , বরেণ্য শিল্পপতি, বাংলাদেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখা, বাহাত্তর সালের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী ও ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ সদস্য ,  ১৯৭২ সালের বাংলাদেশ গণপরিষদের সদস্য  , স্বাধীনতার পর ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালে সাংসদ সদস্য ,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র আওয়ামী লীগের মনোনীর প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন নির্বাচন হন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রামের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ৩ বারের সফল‌ মেয়র, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর, বীর মুক্তিযোদ্ধা,  আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের বিজয়ী হন।

বীর মুক্তিযোদ্ধা ও প্রথম সারির শিল্পপতি বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ,   গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ও   বাংলাদেশ আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নৌকা বিপুল ভোটে জয়ী হয়েছেন ।‌

অন্য দিকে নগর ও জেলা মিলে ১৬ আসনের মধ্যে একমাত্র নারী হিসেবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন হয়েছেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পরিষদের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার চৌধুরী কন্যা খাদিজাতুল আনোয়ার সনি।

এছাড়াও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ-সদস্য, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবিএম আবুল কাশেম মাস্টারের জৈষ্ঠ্য পুত্র এস এম আল মামুন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে  আওয়ামী লীগের মনোনীর প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মোট ৪৬টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে  পেয়েছেন ৬০ হাজার ৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি) পেয়েছেন এক হাজার ৬৬১ ভোট।

 এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৯২ ভোট, ইসলামিক ফ্রন্টের স ম হামেদ হোসাইন (চেয়ার) পেয়েছেন ২৯৩ ভোট, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) পেয়েছেন ২৮৫ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ (সোনালী আঁশ) পেয়েছেন ২৭৮ ভোট, সুপ্রিম পার্টির মো. আরিফ উদ্দিন (একতারা) পেয়েছেন ১৮২ ভোট। এ আসনে মোট ভোটার এক লাখ ২৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৫ হাজার ৫৫২ জন ভোটার।

চট্টগ্রামের কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকা প্রতীক নিয়ে  পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সনজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২।

এ ছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী আবু আজম পেয়েছেন ১ হাজার ৫৩২ ভোট।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল চট্টগ্রাম-১ মীরসরাই এই আসনে থেকে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন (ঈগল) পেয়েছেন ৫২ হাজার ৯৯৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪০৮ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মান্নান (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট, একতারা প্রতীকের নূরুল করিম আফচার পেয়েছেন ১৯৯ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪২ কেন্দ্রে খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (তরমুজ) পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট।

চট্টগ্রাম ৪ আসনে এস এম আল মামুন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। এছাড়া ঈগল প্রতীক প্রার্থী মো. ইমরান পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews