প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২১, ৮:৫৮ পি.এম
চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামে একটি এলজি বন্দুক ও ৬০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সোবহান সওদাগর মসজিদ মোড়ের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে এ ঘটনায় গাড়িতে থাকা আরও দুইজন পালিয়ে যান।
গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার বাসিন্দা ছৈয়দুজ্জামানের ছেলে মো. তুহিন (৩৪) এবং একই থানাধীন টেরিবাজার এলাকার বাসিন্দা নাসিম আহম্মেদের ছেলে তৌসিফ আহম্মেদ (২৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে সোবহান সওদাগর মসজিদ মোড়ে কোতোয়ালি থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে দ্রুত গতিতে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
সঙ্গে সঙ্গে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটকালে সেখানে থাকা চারজনের মধ্যে দুইজন পালিয়ে যান। পরে গ্রেফতার দুইজনের দেহে তল্লাশি করে একটি এলজি বন্দুক ও ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রোববার (১৪ মা) অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy