প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ৭:৩৮ এ.এম
চট্টগ্রামে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২ হাজার
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন; অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে তিনজন পরীক্ষার্থীকে।
বুধবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ গণমাধ্যমে জানান, এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১ হাজার ২৭০ জন অনুপস্থিত ছিল। অন্য জেলার মধ্যে কক্সবাজারে ৩৩৬ জন, রাঙামাটিতে ৯০ জন, খাগড়াছড়িতে ১৩৭ জন ও বান্দরবানে ৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।বুধবার বহিষ্কার হওয়া তিন পরীক্ষার্থী কক্সবাজার জেলার। জেলার বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেরনেসা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র থেকে এই তিনজনকে বহিষ্কার করা হয়।
গত রোববার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশ ও দেশের বাইরে ৩ হাজার ৮১৮ কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা এবার অংশ নিচ্ছে ১১টি শিক্ষাবোর্ডের ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy