সোমেন সরকার
Facebook Twitter Instagram share
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চার হাজার ৭১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।বুধবার (১২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছদাহা ৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাতকানিয়ার ছদাহা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিন (২৮) ও একই এলাকার মো. ইমরান (৫৯)।
Surjodoy.com
র্যাব জানায়, সাতকানিয়ার দক্ষিণ ছদাহা রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একদল লোক মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
The Daily surjodoy
পরে তাদের দেহ তল্লাশি করে চার হাজার ৭১০ পিস ইয়াবা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে সাতকানিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদেরকে জব্দ করা মালামালসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy