নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের টিকা নিতে গিয়েও অনেক মানুষকে টিকা না নিয়েই ফিরতে হচ্ছে। চট্টগ্রামে টিকা প্রদান কার্যক্রম শুরুর তৃতীয় দিনে মানুষের চাপ এতটাই বেশি ছিল যে, দিনের নির্ধারিত ডোজ শেষ হয়ে যাওয়ায় টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে অনেককে।
প্রাথমিক জড়তা কাটিয়ে ধীরে ধীরে মানুষ উৎসাহী হয়ে উঠলেও করোনার টিকা নিতে এসে শূন্য হাতে ফিরে যাওয়াটা রীতিমতো বিড়ম্বনা হিসেবেই দেখা দিয়েছে।
রোববার থেকে মঙ্গলবার— এই তিন দিনেই চট্টগ্রামে করোনার টিকা পেয়েছেন ১১ হাজার ৩৭ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৬ হাজার ১৩৩ জন এবং চট্টগ্রামের ১৪টি উপজেলায় নিয়েছেন ৪ হাজার ৯০৪ জন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন প্রদানের তৃতীয় দিনে দেখা গেল, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা মিলিয়ে মোট ৬ হাজার ৫৯ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিন টিকা নিতে আসা মানুষের চাপ এতটাই বেশি ছিল যে, দিনের নির্ধারিত ডোজ শেষ হয়ে যাওয়ায় টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে অনেককে।
এক্ষেত্রে প্রাথমিকভাবে টিকা গ্রহণের জন্য মানুষকে আগ্রহী করার যে চ্যালেঞ্জ ছিল, সেটি বেশ সফলভাবে পূরণ করতে পেরেছে টিকাদান কর্তৃপক্ষ। তাদের কাছে এখন নতুন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে টিকাগ্রহণে আগ্রহী মানুষদের নির্বিঘ্নে টিকা দেওয়ার ব্যবস্থা করা। আর এই লক্ষ্যে বেশ কিছু নতুন সিদ্ধান্তও নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৬ হাজার ৫৯ জনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাতেই টিকা নিয়েছেন ৩ হাজার ৩২ জন, বাকি ৩ হাজার ২৭ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ৩ দিনের প্রতিদিনই টিকা নেওয়া মানুষের সংখ্যা অনেকটা দ্বিগুণ করে বেড়েছে। শুধু মঙ্গলবারেই নগরের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৯৫ জন, জেনারেল হাসপাতালে ৫০০ জন, নৌবাহিনী হাসপাতালে ৫৫০ জন, বিমানবাহিনী হাসপাতালে ১০০ জনসহ মোট ১২টি প্রতিষ্ঠানে মোট ৩ হাজার ৩২ জন টিকা নিয়েছেন। টিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
নগরীর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ তানজিমুল ইসলাম জানিয়েছেন, ‘আজকের দিনে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে এই হাসপাতাল থেকে। দিনের নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ায় এদিন শুধু জেনারেল হাসপাতাল থেকেই গ্রহণকারীদের মধ্যে প্রায় ১৫০ জন রেজিস্ট্রেশন ছাড়া শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে টিকা নিয়েছেন।’
সামনের দিনগুলোতে টিকা নিতে আসা মানুষদের নির্বিঘ্নে টিকা দিতে নতুন কিছু ভাবছেন কিনা— এমন প্রশ্নের জবাবে ডা. তানজিমুল বলেন, ‘আমরা এখন থেকে নিবন্ধন করা ব্যক্তিদের মোবাইলে এসএমএস (খুদে বার্তা) দিয়ে জানিয়ে দেবো যে, কোনদিন কে টিকা নিতে আসবেন। এটা আগে ছিল না। বৃহস্পতিবার পর্যন্ত আমরা চেষ্টা করবো যারাই টিকা দিতে আসবেন সাধ্যমত সবাইকে টিকা দেওয়ার। কিন্তু শনিবার থেকে আমরা এসএমএসের সিরিয়ালের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবো।’
এদিকে নিবন্ধন ছাড়া টিকাদান কেন্দ্রে আসা ব্যক্তিদের জন্য আলাদা বুথ করার কথাও জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের চ্যালেঞ্জ ছিল টিকা নিতে মানুষকে উৎসাহী করা। সেটা বেশ ভালভাবেই সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত তিন দিনে জেলায় মোট ৮ হাজার ৭৩৭ জনকে আমরা টিকা প্রদান করেছি। অনেক জায়গায় নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ার পর আবার টিকা পাঠাতে হয়েছে।’
তিনি বলেন, ‘এরপরেও অনেক মানুষকে টিকা না নিয়ে ফিরতে হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে আমরা এই বিষয়টাও সামাল দিতে পারবো। প্রথম দফায় চট্টগ্রামে মোট ৪ লাখ ৫৬ টিকা পাবে চট্টগ্রামের মানুষ।’
চলতি মাসেই এর সকল কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানান চট্টগ্রামের এই সিভিল সার্জন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..