বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব ও বিআইটিআইডি থেকে এক হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ২৯৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ২১৬ জন, হাটহাজারীর ২৭ জন, রাউজানের ১০ জন, চন্দনাইশের আটজন, ফটিকছড়ির আটজন, পটিয়ার ছয়জন, রাঙ্গুনিয়ার পাঁচজন, মিরসরাইয়ের চারজন, সীতাকুণ্ডের চারজন, লোহাগাড়ার দুইজন ও সন্দ্বীপের দুইজন রয়েছেন।
এছাড়া সাতকানিয়া, আনোয়ারা ও বোয়ালখালীর একজন করে আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৭৯ জন। এছাড়া নতুন করে ছয়জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২০৪ জন।