ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রামে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মেট্রোপলিটন মালিক গ্রুপ।রবিবার সকাল ৬ টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে।
৬ নভেম্বর শনিবার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন,
দৈনিক সূর্যোদয়কে,আমরা মালিক এ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমিতির অধীনে যে বাসগুলো আছে সে গুলো রবিবার সকাল থেকে আবার ওচলাচল করবে যথা সময়ে।তবে আজ আমাদের কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় কারো সাথে কোনো পরামর্শ না করে। যার প্রতিবাদে চলাচল গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছি। তবে এখানে অন্য একটি রাজনৈতিক পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে কাভার্ড ভ্যান মালিক সমিতি চৌধুরী জাফর আলম দৈনিক সূর্যোদয়কে বলেন, 'আমরা শুধুমাত্র গাড়ি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। তবে রাস্তায় গণপরিবহন শ্রমিকদের নামে যে ভাবে লোকজন মানুষের ব্যাক্তিগত পরিবহন চলাচলে বাধা দিচ্ছে, এটি মোটেই ভালো লক্ষ নয়। আমরা এতে অন্য রাজনৈতিক দলের ফায়দা লুটার সম্ভবনা দেখছি। তাই আমরা গণপরিবহন বন্ধ ঘোষণা প্রত্যাহার করছি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল ১১ টায় ঢাকায় আমাদের কেন্দ্রীয় সংগঠনের সাথে মন্ত্রী মহোদয়ের মিটিং আছে। মিটিং এ জ্বালানি তেলের বৃদ্ধি ও ভাড়া নিয়ে মূল্য নিয়ে কথা হবে। তাই এ বিষয়ে কাল বিস্তারিত জানতে পারবো।
গত ৩ নভেম্বর বুধবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পর বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় বাস-ট্রাক, কাভার্ড ভ্যান মালিক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy