চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ইয়ার্ডে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আহত মো. রবিউল ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোর শ্রমিকরা বুধবার বেলা ১১টার দিকে কন্টেইনারবগিবাহী বড় ট্রাকের (লরি) তেলের একটি ট্যাংকে ওয়েল্ডিং করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তেলের ট্যাঙ্কি ও গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ওয়েল্ডিং মিস্ত্রি ও তাঁর দুই সহকারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় বিকেলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ইনকনট্রেড কনটেইনার ডিপোর অপারেটর জালাল আহমদ জানান, বিকেলে রবিউলকে ঢাকা নিয়ে যাওয়া হয়। রাতে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ কারণে তাঁকে ঢাকায় নিতে বলা হয়েছিল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy