মাগুরায় শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল, তার মধ্যেই চট্টগ্রামে ঘটল শিশু ধর্ষণের চাঞ্চল্যকর আরেক ঘটনা। এবার অভিযোগ বাবার বিরুদ্ধে মেয়েশিশুকে ধর্ষণের। প্রতিদিন শিশুটির মা যখন কাজে বেরিয়ে যান, নাইটগার্ডের চাকরি শেষে তখন বাসায় ফেরেন বাবা। অভিযোগ পাওয়া গেছে, সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে নিজের কন্যাশিশুকে ‘যৌন নির্যাতন’ করে আসছিলেন ওই ব্যক্তি। তবে শিশুটির মায়ের এক কৌশলে ধরা পড়েছে বিষয়টি। চট্টগ্রামের কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে। শিশুটি পুলিশকে জানিয়েছে, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে সে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। জাকির হোসেন চিফ রিপোর্টার
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy