নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সিএমপির ৬ কনস্টেবল সদস্যের ২ দিনের রিমাণ্ড মন্জুর করেছেন আদালত।
পটিয়ার ভেল্লাপাড়া সেতুর পূর্ব পাশে কৈয়গ্রাম রাস্তার মাথার একটি দোকানে আব্দুল মান্নান নামের একজনকে তার নামে ডিবিতে অভিযোগ আছে বলে জিম্মি করা হয়। অভিযোগ থেকে নাম কাটাতে তার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে টাকা এনে দিতেও বলা হয় মান্নানকে।
দর কষাকষির পর একপর্যায়ে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা এনে দিলে ভোর ৫টার দিকে আবদুল মান্নানকে ছেড়ে দিয়ে অভিযুক্ত ৭ জন পটিয়ার দিকে এবং ০১ জন কোটরপাড়ার দিকে চলে যায়। উক্ত ০৮ জনের মধ্যে একজনের জ্যাকেটে ডিবি লেখা ছিল বলে জানা যায়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আনোয়ারা থানা পুলিশ ৬ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। কোর্টের জিআরও পরিদর্শক হুমায়ূন কবির বিষয়টি জানান।
ছয় পুলিশ সদস্য হলেন- সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের বডিগার্ড মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপ কমিশনার গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) মনজুর মোরশেদের বডিগার্ড মো. মাসুদ, দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত শাকিল খান ও এস্কান্দর হোসেন, সিএমপির সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম ও ডিবিতে (উত্তর) কর্মরত আবদুল নবী। তারা সকলেই কনস্টেবল পদে কর্মরত।
হুমায়ুন কবির জানান, আনোয়ারা থানার একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ৬ পুলিশ সদস্যের প্রত্যেককে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ৭ ফেব্রুয়ারি নগর পুলিশের অনুমতি সাপেক্ষে আনোয়ারা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং সেদিনই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply