আশিফুজ্জামান সারাফাত
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদ হোসাইন প্রকাশ মামুনসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে এই মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আকবরশাহ থানার এসআই মোহাম্মদ সোলাইমানের সাক্ষ্যগ্রহণ করা হয়।
চারজন জঙ্গি হলেন দিনাজপুরের সরকারপাড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে জেএমবি চট্টগ্রামের কমান্ডার এরশাদ হোসাইন প্রকাশ মামুন (২০), জেএমবি সদস্য গাইবান্ধার তুলশীপাড়ার মৃত আক্তার হোসেন সরকারের ছেলে বুলবুল আহমেদ সরকার প্রকাশ ফুয়াদ (২৬), ঝিনাইদহের কোর্ট চাঁদপুরের মমিনুল ইসলামের ছেলে মো. সুজন (২৪) ও কর্ণফুলী থানার ইছানগরের আব্দুল গণির ছেলে মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৩৫)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডারসহ ৪ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আকবরশাহ থানার উপ পরির্দশক (এসআই) মোহাম্মদ সোলাইমানের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy