প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:১৩ পি.এম
চট্টগ্রামে টাকার জন্য ভবন মালিক’কে খুন
সোমেন সরকার
চট্টগ্রাম খুলশীর জালালাবাদ জমির হাউজিংয়ের ভবন মালিক ও ব্যবসায়ী নেজাম পাশাকে (৬৫) তার নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক মো. হাসানই শ্বাসরোধ করে হত্যা করেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাসানকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএমপির উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।
এ সময় অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) শাহ আলম, ওসি খুলশী মো. শাহীনুজ্জামানসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি খুনে অভিযুক্ত হাসান তার টাকার প্রয়োজনে নেজাম পাশাকে খুন করেছে। তবে কত টাকার জন্য খুন করেছে সে বিষয়টি পুলিশ জবাব দিতে পারেনি। হাসানের বিরুদ্ধে একটি মারামারি ও আরেকটি অপহরণের মামলা ছিল বলেও জানায় পুলিশ।
তবে ওই এলাকার বিভিন্ন ভবন মালিকের কাছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবির বিষয়টি স্বীকার করলেও নেজাম পাশার কাছে কেউ চাঁদা চেয়ে ছিল কিনা সে তথ্য পুলিশের কাছে নেই বলেও জানায় পুলিশ। হাসানকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy