শান্ত ইসলাম দিপু
সড়ক নিরাপদ হলেই নিরাপদ হবে আমাদের জীবন। ফিটনেস বিহীন গাড়ী যেমনি ঝুকিপূর্ণ তেমনি
লাইসেন্সহীন ড্রাইভারও ঝুকিপূর্ণ । নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগে চলছে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
আজ ১০ই জুন শনিবার উত্তর ট্রাফিক বিভাগের উদ্যোগে চট্টগ্রাম অক্সিজেন মোড়ের পাশে জামান হোটেলে মালিক-শ্রমিক, চালক-হেল্পার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মালিক-শ্রমিক, চালক-হেল্পার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কে নিয়ে শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
এই কর্মশালা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, উত্তম কুমার দেবনাথ (টি আই প্রবর্তক) , বশিরুল ইসলাম (টি আই মুরাদপুর), মোঃ আলমগীর হোসেন (টি আই বায়েজিদ), এবং বিপুল পাল (টি আই বহদ্দারহাট)এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।