প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ২:৪২ এ.এম
চট্টগ্রামে ডিজেল-সিএনজিচালিত বাস শনাক্তে স্টিকার লাগাচ্ছে পুলিশ
ইমরান শেখঃ
চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস শনাক্ত এবং সরকারের নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বাসে স্টিকার লাগাচ্ছে ট্রাফিক পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে টাইগারপাস, জিইসি ও দুই নম্বর গেট এলাকায় এসব স্টিকার লাগানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক উত্তরের ডিসি মো. আলী হোসেন। তিনি পূর্বকোণকে বলেন, আমরা নগরীর বিভিন্ন পয়েন্টে তালিকা করে বাসগুলোতে স্টিকার লাগাচ্ছি। যদি কেউ স্টিকার ছিঁড়ে ফেলে তাহলে সেসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।যাত্রীরা জানান, সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সিটি বাসগুলো। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে।এসব নিরসনে প্রশাসনের নজরদারি জরুরি বলে মনে করেন যাত্রীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy