প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৫:২২ পি.এম
চট্টগ্রামে ডেমু ট্রেন উদ্বোধনের ২ দিনের মাথায় যাত্রী ভোগান্তি শুরু

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দুদিন আগে পটিয়া-দোহাজারী রেল সড়কে ডেমু ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যা নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষের মাঝে নানা উচ্ছ্বাস থাকলেও একদিন না যেতেই সোমবার (৮ ফেব্রুয়ারি) পটিয়ার চট্টগ্রামমুখী যাত্রীরা স্টেশনে এসে টিকেট পায়নি বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার যথাসময়ে স্টেশনে না থাকায় যাত্রীরা এ ধরনের ভোগান্তির শিকার হন। এ সময় অপেক্ষমাণ যাত্রীরা স্টেশন মাস্টারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ সময় শতাধিক যাত্রী টিকেট না পেয়ে গণপরিবহনে নিজ নিজ কর্মস্থলে চট্টগ্রাম শহরে আসেন ।
জানা যায়, এ ঘটনায় চট্টগ্রাম-দোহাজারী যাত্রী কল্যাণ সমিতির নেতারা রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ঘটনার অভিযোগের প্রেক্ষিতে পটিয়া রেল স্টেশনের মাস্টার ও সহকারী মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে ।
এদিকে এ ব্যাপারে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানান, ‘ডেমু ট্রেনের জন্য যে টিকেটের চাহিদা ছিল সেটা পাইনি। হাতে লিখে টিকেট কেটেছি। আমাদের এখানে পর্যাপ্ত লোকবলের সংকট। আর লোকজন না থাকলে যা হবার হয় আর কি।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy