ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক, মো. নুরুল হাসান, ফয়েজ আহমদ, আবু তাহের, মো. কাউছার, রুহুল আমিন ও মো. মানিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে নুরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সাতকানিয়া থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy