আশিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম
চট্টগ্রামে নাশকতার তিন মামলায় ৪৮ জন বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন। এই তিন মামলায় বিএনপির ২৭ আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তিন মামলার শুনানি শেষে আদালত অনেক আসামির জামিন মঞ্জুর করেছেন। অনেক আসামিকে কারাগারে পাঠিয়েছেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল করে। এসময় সন্দীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ উপর হামলা, ভাংচুর ও বিস্ফোরণ করে। এ ঘটনায় সন্দীপ থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ১১ আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়। ১৫ আসামিকে কারাগারে পাঠানো হয়। ৩ আসামির জামিন বাতিল করেন পরোয়ানা ইস্যু করা হয়। একইভাবে হাটহাজারী থানার নাশকতার মামলায় ২৩ আসামির মধ্যে ১৭ আসামিকে কারাগারে পাঠানো হয়। ৬ জনকে জামিন দেওয়া হয়। হাটহাজারী থানার আরেকটি মামলায় ২৮ আসামির মধ্যে ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। ১০ জনকে জামিন দেওয়া হয়। ২ জনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy